আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কবিতাটি লিখেছেন স্কুল শিক্ষিকা জয়িতা ফৌজিয়া হক বিথি।।
এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট,বগুড়া-
কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে তোর খোঁজে পথ পেড়িয়ে ছুটতে ছিলাম বনে..
পেলাম না তো পুকুর পাড়ে না ছিলি তুই মাঠে ঘাটে.
পড়লো মনে হটাৎ করে পাখির ছানা পাশের বনে অমনি গেলাম খুঁজতে তোকে জিজ্ঞাসিলাম কত জনে তুই সেখানটাতেও নেই বুক ভরল ব্যথায়..!!
.
জানিস না ভাই আমার চোখের তারা তুই ,
খেলার সাথিও তুই ,
স্নেহের ছায়ায় আছিসরে তুই বুকের দাওয়ায় হোস না কভু” দু’ই”
কাজলা দিদি আমি যে তোর .
মেজদিদিও আমি
কিংবা ভাবিস দূর্গা আমি তুই আমার অপু লক্ষী সোনা ভাই..
.
সব খানেতে তোকেই রাখি বুকের কাছে জানেন অর্ন্তজামি..!!
.
ছোট বেলায় খুনসুটি থাকলেও সবচেয়ে মধুর আদর-স্নেহের আদ্রতার আবেগের যে সম্পর্কটি তা হলো ভাই বোনের আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক।
এই সম্পর্কটি অনেক সময় অনেক দুরে চলে যায়,জীবন জীবিকার তাগিদে,ভুল বোঝাবুঝিতে ,স্বার্থের দ্বন্দ্বে..
.
তবুও প্রত্যেক বোনের আত্মার কোথায় যেন একটা টান থেকে যায় যেখানে একটু টান লাগলেই বুকের মাঝে চিন চিন করে,
রক্ত ক্ষরণ হয়..!!
.
মন কাঁন্দে কাঁন্দে,ও মন কাঁন্দে রে.ও..মন কাঁ.ন্দে !
ও নয়ন ঝড়ে ঝড়ে নয়ন ঝড়ে.রে.নয়ন ঝড়ে …!
পোড়া মনরে বুঝাইলে বুঝে না.রে ও নয়ন ঝড়ে রে.. !
.
সব বোনের হৃদয়ে বেঁচে থাকুক এই কাঁন্না মিশ্রিত গান..