আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারীতে বিদায় সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও অভিভাবক সমাবেশ!
সুমন পল্লব,
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি!
০১৮২৫-১০৫৮৯৫
চট্টগ্রামের হাটহাজারী মডেল সরকারী প্রাঃবিদ্যালয়ের বিদায় সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে বিদ্যালযের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক মোঃ হোসেন ইকবাল, শিক্ষিকা মোঃ নাসরিন আক্তার ও শেলী দে’র সঞ্চলনায় আয়োজিত সভায় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রাকিব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ন সম্পাদক ও সিডিএ’র সাবেক সদস্য আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুহুল আমিন সবুজ, সহঃ শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম সিরাজী,ইউআরসি ইন্সট্রাক্টর শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,হাটহাজারী কলেজের সাবেক অধ্যাপক মোঃ তাহেরুল আনোয়ার, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ নীলাদ্রী মহাজন, প্রেস ক্লবের সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ।
এ সময় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃসিরাজ মেহেদী,সহঃসভাপতি এ কে এম হেলাল,সাবেক সদস্য মুহিবুল হক মুহিব, আজিমপাড়া সঃপ্রাঃবিদ্যালয়ের সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজু, সমাজ সেবক মোঃনাজিম উদ্দিন,জোবরা পিপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ হাসানসহ শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্যগন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পুর্বে ধর্মীয় গ্রন্ত পাঠ, জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।