আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি,
যশোরের অভয়নগর উপজেলার চলশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতার মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএম আতিয়ার রহমান। ঐ নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দিতা করেছেন ডাঃ রফিকুল ইসলাম। নির্বাচনে বিএম আতিয়ার রহমানের প্রতীক ছিল আম, তিনি ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রাথী ডাঃ রফিকুল ইসলাম বই প্রতীকে ০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভোট গ্রহন শেষে বিদ্যালয়ের সকল অভিভাবক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ সভাপতি বিএম আতিয়ার রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।