আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সরবরাহ বাড়ায় লোহাগাড়ায় কমেছে শীতের সবজির দাম!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শীত পড়তে শুরু করেছে।বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। গত কয়েক মাস ধরে বাজারে চড়া ছিল সব ধরনের সবজির দাম।
গত ১৫ দিন আগেও খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি।বর্তমান বাজারে সেই সবজির দাম কমতে শুরু করেছে। তবে সবজি ক্রেতারা বলছেন,আসন্ন শীতের এ সময় দাম আরো কম থাকার কথা।সেই তুলনায় এবারে কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।গত সোমবার বাজার ঘুরে দেখা গেছে,ফুলকপি প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, গত দুই এক সপ্তাহে আগে ৭০ টাকায় বিক্রি হয়েছে। বাঁধাকপি প্রতি কেজি ৩০ টাকা,যা গত সপ্তাহে ৪০ টাকার উর্ধ্বে ছিল।প্রায় একইভাবে দাম কমে বর্তমানে প্রতি কেজি বেগুন ৩৫ ,মূলা ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সীম ও টমেটোর দাম কিছুটা বেশি।
উপজেলা সদরের বাজার ও দরবেশ হাট বাজারের সবজি বিক্রেতা আবদুল মালেক,কাসেম, এনামুল, মোক্তার , শরীফুলসহ কয়েকজন জানান শীতের সবজির সরবরাহ বেশ বেড়েছে, তাই বাজারে দাম কমেছে। গত দুই এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে স্হান ভেদে প্রায় ২০-২৫ টাকা পর্যন্ত দাম কমেছে। ক্রেতাদের মধ্যেও অনেকটা স্বস্তি ফিরছে। বিক্রেতাগন বলেন, মূলত আমরা কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করি,আমাদের কিছু করার নাই।