আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কবিতা
‘ক্যানভাস’
✍নাদিয়া নওশাদ!
জীবন যেন একটি ক্যানভাস,
এতে নানান রঙের বসবাস।
কখনও আনন্দের রঙ,
কখনও বেদনার রঙ,
ফুটে ওঠে এতে এখন তখন।
যেন মনে হয় এই ক্যানভাস
এক রঙিন স্বপ্নীল ভুবন।
কোথাওবা এই ক্যানভাসে ভাসে উচ্চবিত্ত পরিবারের ঐশ্বর্য আর বৈভব,
কোথাওবা এই ক্যানভাসে ভাসে
গরীব-দুঃখীদের অসহায়ত্বের কলরব।
এই ক্যানভাস,একদিকে দেখা যায় ধনীদের ঘরে কারি কারি খাবার-দাবার,
অন্যদিকে দেখা যায় গরীবদের সুতো দিয়ে ডিম কেটে খেয়ে দিন পার।
একই জীবন ক্যানভাসের বিভিন্ন রূপ
কখনও অসহনীয়,কখনও অপরূপ।
বিধাতা যেন একজন আঁকিয়ে,
জীবন্ত ক্যানভাসে সবকিছুই
দেন সুনিপুণভাবে দেখিয়ে!