আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা >>>>
বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার উপজেলা পরিষদ মাঠে বটিয়াঘাটা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ । সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেন হক । উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার’ স্বাগত বক্তব্য ও আ’লীগ নেতা হাদি উজ্- জামান হাদী, সাবেক ছাত্রলীগ নেতা যথাক্রমে ফরিদ রানা, মিজানুর রহমান মিজান, তুহিন রায়’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মান্যবর অতিথি ছিলেন বঙ্গবন্ধু ভ্রাতুস্পুত্র ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি । সম্মেলনে প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। অন্যান্যের উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিএম সালাম,এ্যাড.নিমাই চন্দ্র রায়, দিলারা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ সরাফদ্দীন বাচ্চূ,এ্যাড.ফরিদ আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নবকুমার চক্রবর্তী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব জুবায়ের রহমান জবা,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল, সাবেক সংসদ ননী গোপাল মন্ডন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, বুলু রায় গাঙ্গুলী, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবু হানিফ, জেলা কৃষক লীগের মানিকুজ্জামান অশোক, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু,ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ইউপি চেয়ারম্যান ওবায়দুল শেখ সহ বটিয়াঘাটা, দাকোপ,ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা । সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল ৫ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে । মোঃ আশরাফুল আলম খাঁনকে পুনরায় সভাপতি ও দিলীপ হালদার পুনরায় সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় ।