আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-জতীয়তাধালী দল বিএনপি কে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ভৃণমুল পর্যায়ে দলকেনঢেলে সাজিয়ে বাংলাদেশ জতীয়তাবাদী তরণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম গত ৯ ফেব্রুয়ারী স্বারকরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।এতে পটিয়ার ভাটিখাইন ইউনিয়ন কৃতি সন্তান মো: সােহেল সওদাগর’কে সভাপতি মােঃ়শফিউল তাহের (আলিক) কে সাধায়ণ সস্পাদক, মো: এস এম রিয়াজ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১জन সস্য কমিটি অনুমােলন করা হয়। সিনিয়র সহসভাপতি মােহাম্মদ জহিরুল আলম, সহ সভাপতি শাহ ওমর বিন রাজিব, মােঃ দিদারুল আলম, মুহাম্মদ আবু , মােঃ খােরশেদ আলম, মােঃ আয়াজ, মুহাম্মদ আহেদুল ইসলাম (নিশান), মুহাম্মদ নুরুল আলম, মােঃ শফিউল তাহের চৌং (আপিক, সাকিব আল হাসান যুগ সাধারণ সম্পাদক, মােঃ আবু সালে, মো: রিপন, মােঃ মনুর, মােঃ হমাযুন মুহাম্মল দিললার, আহসামুল ইসলাম, এসএম ইলিয়াছ,মাে সুলতান, মােঃ শওকত আলী সকিব, মুহাম্মদ ইকবাল হোসেন,মােঃ এস এম রিয়াজ, মােহাম্মল মামুন, ইফতেখারুল ইসলাম, ফারক, সাজ্জাত হােসেন,। সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরওয়ার, মােঃ আবুল কাশেম, মােহাম্মাদ ইসমাইল, ন মুহাম্মদ দাওদুল ইসলাম, মােঃ সজিব উদ্দিন অর্থ সম্পাদক মােহাম্মদ হাসান, সহ-অর্থ সম্পাদক জফুর আহমদ, মাঃ শাহাজাহান, মুহাম্মদ ইফতেখারুল হক ইফতি, দপ্তর সমপাদক আব্সুল্লাহ আরিয়ান, মুহাম্মদ সাজিদ প্রচার সম্পাদক,
নাজমুল হাসান শাকিল, মােঃ শাকিল,
মােহাম্মদ ইয়াছিন মিয়া, নুরল কবির, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দীন, মােঃ জোনাইদুল হক সিকাদার, ত্রাণ বিষয়ক সম্পাদক মােঃ ওমর ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হােসন, সহ- সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম সও:, মুহাম্মদ সোহেল আন্তর্জাতিক বিয়ক সম্পাদকএ এম মাসলেম উদ্দীন শাওন, নির্বাহী সদস্য আকরামুল ইসলাম, মােঃ শফিকুল ইসলাম, মুহাম্মদ ফোরকান, মােঃ ওয়াহিদুল ইসলাম সাগর, উপজেলা মুহাম্মদ মাসুদ করিম প্রমুখ।