আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী, সুপরিচিত ও প্রাচীনতম দরবার পটিয়া সাতগাছিয়া দরবার শরিফে গাউছুল আজম পীরানে পীর দস্তগীর (কঃ) এর ওরছে মোকাদ্দাস আগামী ২ মার্চ মহান ১৭ ফাল্গুন বৃহস্পতিবার সাতগাছিয়া দরবার শরিফ বায়তুজ্জাকেরিন বড় মিঞা মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে ছদারত ও মোনাজাত পরিচালনা করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ¦ শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম মোঃ ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। দারবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃজিঃআঃ) ওরছ শরিফ সফল করা জন্য সকলের প্রতি আহŸান জানিয়েছেন।