আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোদাগাড়ীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা!
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সবার জন্য মর্যাদা,স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিপাদ্য নিয়ে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরটিআই রিইবের সহযোগিতায়। শনিবার বিকাল ৩টায় দিবসটি উপলক্ষ্য বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রেসক্লাব হলরুমে মানবাধিকার দিবসের আলোচনায় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে। আলো সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিরা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক বরজাহান আলী পিন্টু,জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও আদিবাসী নেতা গনেশ মার্ডি প্রমূখ। সভাটি পরিচালনা করেন সাংবাদিক আলমগীর কবির তোতা। আলোচনা সভায় বক্তারা বলেন,আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের অধিকার নিয়ে কাজ করতে পারলেই সমাজে ন্যা বিচার প্রতিষ্ঠিত হবে।