আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কত পথ ভেঙ্গে এলে
প্রবল বৃষ্টি আর ঝড়ে!
এমনি তমাসাবৃত রাতে
এখনি যাবে কেমন করে ?
এসো না, বসি একটু পাশে
দু’জন মনটা খুলে হাসি!
যেতে চাইলেই কেবা দেয় যেতে
ওহ্ হ, তুমি তো কন্যারাশি !
কত নারী থাকে অপেক্ষায়
আমার কষ্টে তোমার কিবা আসে যায়?
দগ্ধীভূত হৃদয়ে আমার শত ক্ষত
দুই পা তোমার দু’নৌকায় !
ক্ষতবিক্ষত হৃদয়ে বেঁধেছে ক্যানসারে বাসা
তোমার উপপত্নী গ্রহণের পর, তাচ্ছিল্য অবহেলায়
দারিদ্রতা, দুশ্চিন্তায়, বিষন্ন জীবন অবসন্ন প্রায়
তোমার মেয়েটাকে নিয়ে যেও, আছে সে ঘুমায় !
আমি মরার পর শকুনে খাবলে খাবে
নিরুপায় হয়ে তোমায় ডাকা !
মা’কে পারে নাই যারা, গিরিখাতে বসাতে ছোবল
তাঁরাই হামলে পড়বে প্রতিশোধে, যুবতী মেয়ে পেলে একা !