আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রেস বিজ্ঞপ্তি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫/০৬/ ২০২৩ খ্রিঃ তারিখ বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় বাহিনীর সদর দপ্তরে বৃক্ষরোপন অভিযান-২০২৩ উদ্বোধন করেন। সে প্রেক্ষিতে জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, পরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা প্রধান অতিথি হিসেবে অদ্য ২২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় বৃক্ষরোপন অভিযান-২০২৩ এর উদ্বোধন করেছেন। একই দিনে জেলা কার্যালয়, ১৭ টি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং আনসার ও ভিডিপি ক্লাব/সমিতির প্রাঙ্গণে প্রাথমিকভাবে সর্বমোট ৩৬০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে। বৃক্ষরোপন অভিযানে আরও উপস্থিত ছিলেন জনাব সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা, মোঃ শাহীদুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট, জনাব মোঃ মনিরুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লাসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।