আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ->>
বটিয়াঘাটায় এফডিআই প্রকল্পের জায়গায় মুরগির খামার করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন সুরখালী ইউনিয়নের বুনারাবাদ গ্রামের নিতাই মন্ডলের পুত্র দিপক কুমার মন্ডল। বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে কর্মরত রয়েছেন তিনি । তিনি বুনারাবাদ এলাকার ১.৩০ একর সরকারি জায়গা এফসিডিআই প্রকল্পের মাধ্যমে ২০১৫-২০১৯ সাল পর্যন্ত রাজস্ব পরিশোধ করে তিনি ও তার সদস্যগন ঐ সম্পত্তিতে মৎস্য চাষ ও মুরগী খামার গড়ে তোলে। কিন্তু একটি মহল তার কাছে চাঁদা দাবী করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। অন্য দিকে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করলেও তার বিরুদ্ধে নানবিধ মন গড়া অভিযোগ করেই চলেছে। তাছাড়া সে মৎস্য চাষ ,মুরগীর খামার ও পল্লী চিকিৎসার কাজও সুনামের সঙ্গে করে চলেছে কিন্তু এলাকার একজন জনপ্রতিনিধি তার নামে কুৎসা রটাচ্ছে সে নাকি ঐ জায়গায় পাকা ঘর বাড়ি তৈরি করেছেন যা সম্পুর্ন মিথ্যা। তিনি আরও বলেন,অল্প মুরগী দিয়ে খামার শুরু করেন, এখন তার খামারে অনেক মুরগী। এছাড়া মুদি দোকানের পাশাপাশি পল্লী চিকিৎসার কাজও সন্মানের সঙ্গে করে চলেছেন তিনি। এদিকে একটি মহল তার সন্মান ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। যা সম্পুর্ন মিথ্যা। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। দিপক কুমার মন্ডল সঙ্গে আলাপ কালে তিনি বলেন,বুনারাবাদ মৌজার এল এ কেস নং ৪০/৭০-৭১ এর অন্তর্ভুক্ত ১,৩০ একর জমি নতুন করে ইজারা পাওয়ার জন্য গত ১১ জানুয়ারী খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন।