আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনব্যাপী প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি (লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট) এর আওতায় সীতাকুণ্ড উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী প্রদর্শনী মেলার ৪০ টি স্টলে মোট ৩০ জন খামারিদের প্রদর্শিত এসব প্রাণির বিচরণ সবার নজর কাড়ে।
শুধু পার্সিয়ান বিড়াল নয় মেলায় দেখা মিলল ফ্রিজিয়ান, শাহীওয়াল, জার্সি, রেড চিটাগং জাতের গরু, নানা জাতের সৌখিন পাখি, বিভিন্ন প্রজাতির মোরগ-মুরগি, ভেড়া, ছাগল ।
পার্সিয়ান বিড়াল, গৃহপালিত শুকর, বাজরিগার, অস্ট্রেলিয়ান ঘুঘু, ককাটেল, লাভ বার্ড–বিচিত্র ও দৃষ্টিকাড়া এসব প্রাণি সাধারণত চোখে না পড়লেও এবার তাদের দেখা মিলেছে সীতাকুণ্ড উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ২০২৩ প্রদর্শনীতে।
এছাড়াও প্রদর্শনীতে উন্নত প্রজাতির নতুন উদ্ভাবিত হাইড্রোফোনিক, রেড পাকচং ঘাস, ইস্ট ফার্মেন্টেড কর্ণ (ভূট্টা), ইউ এম এস এর চাষাবাদ, আধুনিক পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের ইনকিউবেটরও প্রদর্শন করা হয় কৃষি ও খামারের সাথে নানা আধুনিক যন্ত্রপাতি।
সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ তাহমিনা আরজু, স্বাস্থ কর্মকর্তা নূরউদ্দীন রাশের, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, কৃষি কর্মকর্তা হাবিবুল্লা, যুব কর্মকর্তা শাহ আলম, প্রাণীসম্পদ অফিসের কর্মচারীবৃন্দ সহ প্রান্তিক খামারীরা।
এসময় বক্তারা বলেন, আধুনিক পদ্ধতিতে খামার ব্যবস্থা গড়ে উঠায় তুলনামূলক খরচ কমেছে, উৎপাদন বেড়েছে। স্মাট বাংলাদেশ গড়তে হলে,স্মাট লাইভস্টকের গুরুত্বদ অপরিসীম। তাই খামারীদের অধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতাবৃদ্ধি করতে হবে।