আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:- নিরেন দাস
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩-ইং উপলক্ষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে নির্মিত স্মৃতিস্তম্ভে রোববার (২৬ মার্চ) সকালে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এরপর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন “প্রথম সশস্ত্র প্রতিরোধ ৭১” ভাস্কর্যে।
১৯৭১ সালে বাঙালির উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করেন রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যদের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যে উপস্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জয়পুরহাট, ইশতিয়াক আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জয়পুরহাটসহ বিভিন্ন পদবীর জেলা পুলিশের সদস্যবৃন্দ।