আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা জেলা প্রতিনিধি মোঃ সাকিব খান,
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী ওপর ঠিকাদারের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরার মহম্মদপুরে এলজিইডি ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি সোমবার বিকাল ৩ টার সময় মহম্মদপুর উপজেলা এলজিইডি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এ মানববন্ধনের আয়োজন করে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে উপ-সহকারী প্রকৌশলী মোঃ এমাজুল ইসলাম, আব্দুস সাত্তার, মো: আব্দুল্লাহ, আসাদুজ্জামান নূরসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য দেন।
মানববন্ধনে প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইন বলেন, হামলা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত ফৌজদারী আইনের আওতায় আনা, বিভাগীয় তদন্ত শেষে ঠিকাদারের লাইসেন্স ও জামানত বাতিল ও মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।