আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সজিব রহমান নওগাঁ,
নওগাঁয় রেকর্ড পরিমাণ জমিতে গমের চাষ করেছেন কৃষকরা। নওগাঁয় এবার রেকর্ড পরিমাণ জমিতে গম চাষ হয়েছে। সেচ সাশ্রয়ী ফসল হিসেবে গম চাষে কদর বেড়েছে বরেন্দ্র অঞ্চলে। আবহাওয়া অনুকূলে থাকায় ও এখানকার জমি চাষের উপযোগী হওয়ায় বেশ ভালো ফলন পেয়েছেন চাষিরা। সবকিছু ঠিক থাকলে লাভের আশা করছেন তারা।
জানা যায়, একের পর এক চিনিকলগুলো বন্ধ হয়ে পড়ায়, আখ বাদ দিয়ে এখন গমেই ভরসা খুঁজছে নওগাঁর চাষিরা। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ১৫ দিনের মধ্যেই ফসল ঘরে উঠবে।
গেলো বছর প্রতি মন গম বিক্রি হয় ২০০০ টাকায়। এ বছর ভালো দাম পেতে ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি ও রপ্তানির দাবি জানিয়েছে চাষিরা। ভৌগোলিক দিক থেকে নওগাঁ অঞ্চল গম চাষের উপযোগী বলে জানায়, কৃষি বিভাগ। মৌসুমে অনুকূল তাপমাত্রা ও পোকার আক্রমন না থাকায় লক্ষ্যমাত্রার বেশি ফলন আশা করছে তারা।